কোনো একদিন
মেঘ হয়ে উড়ছি
আমার চোখের ভেতর
একটা পাখি
একলা বসে আয়না দেখে
ভাবে, মেঘের দেশে কখনো
একা একা
ক্রমাগত হামাগুড়ি নিজের দিকে।
আর দূরাগত কোলাহলে শঙ্খ বাজে
কোথায় তুমি বন্ধু
এই আমি সমুদ্র
কথা বলি তোমার সাথে।
সমুদ্র জানে পাখি বিহনে
অন্ধকার নিরুদ্রুব রাত্রিগুলো
বুকের ভেতর বেধে রাখে
দুনিয়াবি যত কান্না
আর
অপরিচিত গানের সুরে
ডাকে পাখি আয়, মেঘ আয়
সমুদ্র তোর সখা
শঙ্খধ্বনি তার উপসংহার।
পাখি হয়তো মৃত্যু দেখে
সমুদ্রের ছায়ায়
বরং মেঘের চোখের ভেতর শুয়ে
সমুদ্র বুকে ধরে রাখে
ভাবে, দূর না হয় থাকলাম
তোমার আমার আমাদের ভাবটুকু থাকুক
চির রহস্যময় হয়ে।