আমি যেন হারিয়ে যাই

আমার কল্পনা নদী তীর ধরে হা্ঁটে
কুসুম কুসুম মেঘ ছায়া ফেলে
তার সাথে কথা কয়
কে নদী কে-ই বা তার তীর।

আমি যেন বা হারিয়ে যাই
সঙ্গে
উড়ে যাওয়ার সমস্ত গল্প
তীরে এসে সীমা জেনে নেয় নদী।

একদা এ নিখিলে
আমি পেয়েছি আজব সূত্র
পড়া হলে মিলিয়ে যায় তার সার
ধূসর হয়ে ভেদ করে আদম সুরত।

আমি হতে পারতাম মেঘ
নতুবা নিতান্ত এক স্মৃতি
যার কোনো গুঢ় সত্য নেই
তবুও মানুষ ভ্রমে তার প্রেমে পড়ে।

এমন অনিশ্চিত ঘরে
আমরা বসে থাকি অপর হয়ে
যেন বা উত্থিত হই
নদী-তীর, মেঘ-সমুদ্র যুগল রূপে।

Comments

comments