আমি মূলত মেঘ

আমি মূলত মেঘ,
ঝরে পড়ার আগে বিস্মৃত হই
বিবিধ উৎস মুখ!

আমি বৃষ্টি নই,
শুনতে পাই তার অস্ফুট ধ্বনি
‘প্রভু রহম করো’
যখন ডুবে যায় চরাচর।
আর উল্লাসে বয়
গোপন প্রেমের স্রোত।

যদি জল হতাম
তবে গাইতাম গান
‘জলের তলে জলের ভুবন
নিখিল কথা কয়’।

আমি মেঘ
বৃষ্টি নই, নই জল
আমার নিজস্ব ব্যাকরণ
বুকে হেঁটে পাড়ি দেয়
অজস্র পথ
যার ভ্রুকুটি হয়ে রয় সময়ের যতি
শুধু লেখা হবে না আমায়।

Comments

comments