আমি মূলত মেঘ

আমি মূলত মেঘ, ঝরে পড়ার আগে বিস্মৃত হই বিবিধ উৎস মুখ! আমি বৃষ্টি নই, শুনতে পাই তার অস্ফুট ধ্বনি ‘প্রভু রহম করো’ যখন ডুবে যায় চরাচর। আর উল্লাসে বয় গোপন প্রেমের স্রোত।