দূরের কোনো মাঠে

দূরের কোনো মাঠে হেমন্তের ছবি এঁকে
যদি ঝুলিয়ে রাখা যেতো
বাড়ত আমার শোক
হতাশায় কোনো একদিন কাঁদতাম
দেখতাম মেঘ থেকে বৃষ্টি ঝরে
মিলিয়ে যাচ্ছে পেলব আত্মারা।

ফুরিয়ে যাওয়া হেমন্ত
আমাদের নিয়ে যায় চিরদিনের মতো।
একবার গেলে শুধু ভালোবাসা যায়
স্মৃতি তারে মিথ্যে করে দেয়।

অপর হেমন্তে আমরা জন্ম নিই
সাধ জাগে দূরের কোনো মাঠে
দৃশ্যের মাঝে বন্দি করে তাকে
ঝুলিয়ে রাখি আত্মায়
বিভ্রান্ত ঘূর্ণি এসে নিয়ে যাক
গহীন কোনো অরণ্যে
আত্মারা ঝুলে থাক দৃশ্যত নিখিলে
বিবর্ণ সময় যার ছবি ধরতে যায়
সে থাকুক আড়ালে!

Comments

comments