ছায়ায় জেগে আছে সে

ছায়ায় সে জেগে আছে
ভোরে
হাওয়ায় উড়ে যায় কেউ
শির শির শব্দে
ভর করে রাতের সুবাস।

নিভে যাওয়া সলতেটুকু অনুমান করে
জেগে থাকার অহঙ্কার
মৃত পাখি হয়ে উড়ছে তার।

মুখোমুখি হয়ে জানতে পারে
মন
একখানা পাখা হলে
মুক্ত পাখি
মানুষের আত্মায় ঢুকে পড়ে।

যার সঙ্গে কেউ উড়তে চায়
ভাসতে চায়
বলতে চায়
কানাকানি করে
ভোরের সুবাসে
ডেকে নেয় তারে
আরো গহীনে।

ভোর হওয়ার আগে সলতে
অহমটুকু মেখে নিজেতে
পালক খসিয়ে জানতে চায়
একটুখানি আলো নিয়ে
ছায়ায় কে জেগে আছে?

জেগে থাকে প্রত্যাখ্যান
আপন সরলতায়
আপনার করে পাবে বলে।
ছায়াটুকু সত্য তার, বিভ্রম হয়ে
পাশে বসে থাকে।

Comments

comments