বিদ্যুৎ চমকায় শাহবাগে

শাহবাগে গ্রহ নক্ষত্র উপগ্রহ

তখন আরো গভীর হয় রাত
বিদ্যুৎ চমকায় শাহবাগে
বৃষ্টি আসবে ক্ষেতে
তখন
গ্রহ নক্ষত্র উপগ্রহ নীহারিকা বাড়ি ফেরে
বৃষ্টির ভয়ে।

তারা গাইতে থাকে
সাম্যের গান
ও সখি গো!

উপগ্রহরা বাসে বা রিকশায়
তাদের মস্তিষ্কে নক্ষত্রের আলো
একপাশে আলো, আরেকপাশে অন্ধকার
তারা মিটিমিটি হাসে।

গ্রহ সাইকেলে চেপে
দুই চাকার মাঝে হালচাষ করে
বৃষ্টিতে ভিজে ভিজে সবজে তার মাথা
বৃক্ষ ভ্রম হয়
পাখি, শ্যাওলা, পেত্মি তাতে বাসা বাঁধে।

গ্রহ বাড়ি ফিরতে ফিরতে দুপুর হয়।
তার প্রচণ্ড ঘুম পাই।
সে ঘুমিয়ে পড়ে।

উপগ্রহরা
তখন
তার আশায়
বসে আছে শাহবাগে!!

…………………………………………..

শাহবাগে বিলাতি কুকুর

মেয়েটি আসে
এই রাতে
শাহরাগে
গলায় লাল স্কার্ফ
সাথে বিলাতি কুকুর
গলায় বাধা শেকল।

এই রাতে
বৃষ্টি আসার আগে আগে
তারা আসে
বৃষ্টি আসার আগে আগে
তারা চলে যাবে
নিজ বাসায়।

সে পথে
সরকারি পথে যাচ্ছিল
দেশি কুকুর।

হঠাৎ বিলাতি কুকুরের দিকে
তেড়ে যেতে যেতে
ফূর্তিবাজের মতো
দুই পা তুলে আকাশের দিকে
চাঁদ দেখে।
তারপর বিলাতি কুকুরের দিকে
তেড়ে তেড়ে যেতে।

মন তার সাদা
কুকুর তার সাদা
স্কার্ফ তার লাল।
তারাও ছাড় দেয় না।
দেশি কুত্তার দিকে
আগাতে আগাতে
হঠাৎ থমকে দাঁড়ায়।

বৃষ্টি আসার
আগে আগে
বাড়ি ফেরার তাড়া তাদের।

Comments

comments