কার কথা বলছি
এ মধ্যরাতে
কাছে না এলে ভাবা হয় না
এলেই শুধু তার অনুমান হয়।
অনতিদূরে কেউ
নদী হয়ে বসে থাকে, বয়ে চলে
অপর হয়ে কথার মাঝে
তার অধিক দুরত্ব আমার
কোথায় আছে বলো।
কার কথা বলছি
এ মধ্যরাতে
কাছে না এলে ভাবা হয় না
এলেই শুধু তার অনুমান হয়।
অনতিদূরে কেউ
নদী হয়ে বসে থাকে, বয়ে চলে
অপর হয়ে কথার মাঝে
তার অধিক দুরত্ব আমার
কোথায় আছে বলো।