খোকা মৃত নয়

এই জামাটা খোকার ছিল
ধরতে গেলে ঝরে পড়ে টুপটুপ রক্ত।

বৃষ্টিকে আর ভালোবাসি না।

শেষ রাতে তোমাদের শহরে বৃষ্টি হয়
বাতাস বয় না বিজলী জ্বলে না
তোমাদের জেনোরেটরে তেল ফুরিয়ে গেছে
এসো শকুনের দল,
হাড়ের সন্ধানে ঝাপিয়ে পড়ো!

আমাদের গ্রামে বাতাসে লোবানের সুবাস
আর বিজলীতে নেমে আসে আসমানী তারা।
আমরা লোবান চাই না, চাই না হুরপরী
তোমরা বৃথা গল্প ফাঁদো
আর খোকার জন্য জামা বুনো।

তোমরা তুলা বুনোনি, তবুও জামার কারবারি
পারো না ঘুড়ি বানাতে, তব্ওু ঘুড়ি উড়াও
জানো না ঘুড়ি কোন নি:সীমে উড়ে।

নিজ হাতে বানানো
ঘুড়ি উড়াতে গিয়ে খোকা হারিয়ে গেছে
স্যাণ্ডেলটা রেখে গেছে
তোমার লোমহীন বুকে।

Comments

comments

2 thoughts on “খোকা মৃত নয়

Comments are closed.