নিজের ডিমের কথা ভুলে
পিতৃপুরুষের অস্থি গুণে হাঁটে
নির্লিপ্ত ময়ুর এক।
কালের ওম মাখা
নীল পেখম বর্ষার স্মৃতি ছেড়ে
হেঁটে যায় দিনের শেষে,
তবুও ভাসে ভোরের কথা
তার চুম্বক দুই চোখে-
দিকভ্রান্ত পাখির চাহনি ছাড়িয়ে
হাঁক ছাড়ে ঘুমহীন নিরুদ্দেশ।
হয়তো নিজের পাজর ভেঙে
এনেছে সে বিষাদ গাঢ়
রক্তিম এক ফল
নৈকট্যে তার অমরাবতী।
অজস্র বর্ষার স্মৃতির সাথে
অনিঃশেষ লাবণ্য মাখে
নিকট আর দূরের সমূহ পথ
ঠিকরে উঠে সবুজ চামড়ার ভাঁজে।
> ব্যবহৃত চিত্রকর্ম ফিল দ্যা কালার্স অব লাইফ সাইট থেকে নেয়া।
সুন্দর কবিতা!
ধন্যবাদ চাটিকিয়াং রুমান।