এইসব গল্প থাকবে না
একদিন।
ভাবাভাবির এ কালে
গল্পরা মূলত পাখি
এক ডাল বসে স্থির
সে আছে, আছে বয়ান
ঘুরে-ফিরে অন্য গাছের ডালে।
থাকবে না ভেবে
গল্পরাও উড়াল দেবে
এ ভেবে ছবি হয়ে
মৃতের হাড়ে ঝুলতে থাকে।
মৃতরাও কি কথা বলে না
যে দেশে গল্প-না গল্প একাকার
পাখিটা উড়ে আর উড়ে না।
রুহ অখন্ড গল্প
যারা মূলত পাখি
উড়ে আসে
শিশুর কানে আজানের ধ্বনি
যেখান থেকে আসে সেখানে ফিরে যায়
আবার আসে, আর যায়।