পাই নামেরও রহস্যের শেষ নাই। পাই হলো এমন রহস্যময় সংখ্যা যার মানের শেষ নাই। বাইশ সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করলে যা দাঁড়ায় সেটাই হচ্ছে পাই (অর্থাৎ π=22/7= 3.14159….. ∞)। সংখ্যাটির আবিষ্কারও ইন্ডিয়ায়। একইভাবে মানুষ পাইয়ের গল্প অসীমের ভেতর আটকে থাকা সসীম একটা অস্তিত্বের আকুতি। যে আকুতির কাছে সত্য নানা নামে নানারূপে আসে। যদিও বলা হচ্ছে জার্নি অব লাইফ টাইম। কিন্তু সে একবারই ধরা দেয়। তারপর কুয়াশার আড়ালে অথবা হাতের কাছেই থাকে— ধরা যায় আবার ধরা যায় না এমন কিছু।