২০০১ সালে প্রকাশিত ইয়ান মার্টলের উপন্যাস ‘লাইফ অফ পাই’ সেলুলয়েডে বন্দি করেছেন খ্যাতনামা তাইওয়ানিজ বংশোদ্ভব পরিচালক অ্যাং লি (ক্রচিং টাইগার হিডেন ড্রাগন, ব্রকব্রেক মাউন্টটেন, হাল্ক, সেন্স ওন্ড সেন্সিবেলিটি প্রভৃতি ফিল্মের পরিচালক)। ২০১২ সালে মুক্তি পাওয়া থ্রিডি এই সিনেমাটি এখন ঢাকাতেও দেখা যাচ্ছে। এই চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের অস্কার জিতে নেন অ্যাংলি। পাশাপাশি সেরা সিনেমাটোগ্রাফি, ভিজুয়াল এফেক্ট এবং অরিজিনাল স্কোর বিভাগে অস্কারে সম্মানিত করা হয় ছবিটিকে।