লাইফ অব পাই তেমন একটা চলচ্চিত্র যেটা দেখতে থাকি আর ভালো লাগে। কিন্তু শেষে কেন জানি মনে হয় ভালো লাগে নাই। ভালো লাগে নাই এটা কোন বাইনারি মিনিং না। এই যেমন ধরেন একা একা রাস্তা ধরে হাঁটতেছেন। একটু উদাস উদাস। ভালো লাগে আবার লাগে না। ফুল দেখলেন— ধরলেন, পাতা দেখলেন— ধরলেন, শিশু দেখলেন— আদর করলেন এবং আরো অনেক কিছু করলেন না। কিন্তু আপনি কি করতে চাচ্ছেন তা জানেন না অথবা কি করে ফেলছেন তাও বুঝছেন না। যেহেতু জিনিসটা ডিফাইন করা যাচ্ছে না, তখন স্বগতোক্তি করে বলতে পারেন, ধুর কিছুই বুঝতে পারছি না।