অজস্র চোখের সামনে
ঝুলতে থাকো তুমি অসীম বিস্তারে
চোখ সীমানা হারালে হিসেব মেলে না
শুধু হাওয়ায় দুলতে থাকা তোমার শরীরে
লেগে থাকে জলের রেখা
ছায়া ও ছোঁয়ার নির্মল দিব্যতায়
ঢেকে দিতে চাই আপাত বিবর্ণতা।
পর্দার আড়ালে সমূহ বস্তুরাজি
জেগে থাকা নক্ষত্রের আলো
দিনমানে আড়ালে থাকে, অথচ
জেগে থাকে মানুষ, বৃক্ষ
অথবা একটি প্রত্যঙ্গ যেমন
আমরা দেখি নাই বলে
বেঁচে থাকার সাফল্যে মানুষের চেয়েও
মূর্ত হয়ে উঠে।
বিস্ময়ের পর্দা বিস্ময় লয়ে আসে
ঢেকে রাখি দৃশ্যের বিস্তার
দিব্যতা ধারণায় ও বাক্যে বিচ্ছেদ করে
আমরা তারই মহিমা গাহি
যে সত্য আমরা ভেঙ্গেছি।