আমার যাইতে মানা, তাই চরাচরে
বিস্ময়কে ঘুম পাড়িয়ে
যেন তোমার হাত ধরে আছি
আমার তো হাত ধরতে মানা, যেতে মানা
কেমন করে বলো তোমার আসা যাওয়ায় পথে
বেপথু বাসনা হয়ে বসে থাকে?
তারা কোথায় যেন চলেছে
একটা মাঠ
একটা বন
হয়ত হাওয়ারা দুলছে বৃক্ষে
ফুলে গাইছে কেউ।
অথবা মাঠে শিশু ঘাস
বনে একটা ঝি ঝি’র ডাক
হাওয়ায় প্রজাপতি।
দৃশ্যের পর দৃশ্য ভেসে ভেসে
কার ডানায় রূপে-অরূপে
দেখ আমি কোথাও যাই না।
যেতে মানা, তোমার হাত ধরতে মানা
দেখতে মানা, শুনতে মানা।
তোমার মাঝে কেমন করে যেন
মাঠ, বন, হাওয়ারা কথা বলে
আমিও ছিলাম সে দৃশ্যে
দৃশ্যের আড়ালে।
কেমন করে ছিলাম
তুমি সে প্রশ্ন করো না
প্রশ্ন করিতে মানা,
শুধু পর্দা উচিয়ে দেখ
আমি দুলতে দুলতে হারিয়ে যাই
নিবিড় অরণ্যে।