পরানের পরান

কইছিলি পরানে বাঁধিব পরান!
যা ঘুড়ি- তোর সাথে উড়াই পরান
সুতো কার হাতে!

ঘুড়ি, হায় মেঘ চিনিস না!
মেঘের মরিচীকা
পুড়িয়ে মারে আকূল পরানটারে।
দূরে দূরে থাকিস তুই
নাটাই-ঘুড়ির লুকোচুরি!

কার কাছে বন্ধক রাখলাম পরান,
বিরানে শুধায় নিমিত্তের বাড়ি।
অভিমানে পরান জ্বলে
আড় ভেঙ্গে কই দু’কথা-

যদি তুই ফিরিস কারণ কলা ভেঙ্গে
দুইয়ে মিলে তর্ক রাখব জারি
কথা দিলাম পরানে বাঁধিব না পরান
খুঁজিস না কোন নিমিত্ত
তোর আর আমার দুরত্বে
না-ই থাকলো সুতোর কারবারি
মিলাবে না কোন নাটাই সুতো
শুধু মন্ত্রে মানব পোষ!

> ফিচার্ড ফটো: রাতুল বণিক

Comments

comments

6 thoughts on “পরানের পরান

  1. পরানে সাথে কার সম্পর্ক। কে পরানরে বাইন্ধা রাখে। কার জন্য সে অপেক্ষা করে। ভাটির গাঙের নাইয়া তার খরব রাখে না। কে অপেক্ষায় আছে। পরানরে কইও আমার খরব। সে অপেক্ষায় আছে।

Comments are closed.