হাতের রেখায় অনুজ্জ্বল হলো
বাদামী পৃষ্টার ছোপ ছোপ ছাপ
আমরা সে ফিসফিসানী এড়িয়ে
মগ্ন পাখির খোঁজে
পাহাড়ের নির্জনতায় হাঁটছিলাম।
কেউ একজন উদাম করে
বাদামী ঝোপের ছায়া
কারণ-অকারণ আর ভুলের চিহৃ ভরা
ফুল তোলা গণিতের খাতায়
আমাদের অবুঝ অলক্ষ্যে
এঁকে দিচ্ছিল হেমন্তের ছবি।
তার কিছু ভান হয়তো
ডানায় নিমিত্তের অপর বাসনা
মানুষ কি ছাই জানে-
নাড়ি পুতেছে বালিয়াড়ির তলে।
আমরা কেউ সে কথা তুলি নাই
নৈঃশব্দ্যে বিমূঢ় ছিলো নিমের বন
রং হারানো মগ্ন পাখি বুকে জড়িয়ে
আধো ছায়ায় ঘুমিয়ে পড়ি
আমাদের চারপাশে ভাসতে থাকে
বিকেলের ছোপ ছোপ ফিসফাস।
এক ধরনে ভালো লাগো লেগে থাকে। শেষ পর্যন্ত ভালো লাগাই কবিতা।
শুকরিয়া ভালো থাকুন।