চীনামাটির পাহাড়। এখানকার লোকরা বলে সাদামাটি। চিন্তা করুন ঠা-ঠা গরমে মানুষজন পাহাড় কাটছে, চীনামাটি বস্তায় ভরছে, গাড়িতে তুলছে_ তা কিনা পর্যটন! পথও সে রকম। ভারতীয় মাহেন্দ্র ট্রাক্টরের দাপটে রাস্তা আর রাস্তা নেই। আবার ধরেন এ ট্রাক্টর ছাড়া এমন পথে কোনো গাড়ি চলবে না।