তোমার ভাবের চোখে দৃশ্য ফুটিয়ে
তোমার ভাবের চোখে দৃশ্য ফুটিয়ে অগনন নক্ষত্র কাকতাড়ুয়ার পালকে ঝুলায় নিবোর্ধ রোদ। তোমার চোখে দৃশ্য ফোটায় বিহ্বল বিস্ময়ের খেলায় অস্থির হাওয়া এনে দেয় প্রসন্ন শরত দূরে কোথাও জড়ো হয় বসন্তের মেঘ ফুল আর কাঁটার সহবাসে ফোটে দৃশ্যের চোখ। আড়ালে তোমার নিরঞ্জন ঋতু উড়ায় পথ রেখায় মেঠোশব্দ ধুলো আর জোসনা মেলে কাকের বাসায় মাছেরা…