কার কথা বলছি
এ মধ্যরাতে
কাছে না এলে ভাবা হয় না
এলেই শুধু তার অনুমান হয়।
অনতিদূরে কেউ
নদী হয়ে বসে থাকে, বয়ে চলে
অপর হয়ে কথার মাঝে
তার অধিক দুরত্ব আমার
কোথায় আছে বলো।
কার কথা বলছি
এ মধ্যরাতে
কাছে না এলে ভাবা হয় না
এলেই শুধু তার অনুমান হয়।
অনতিদূরে কেউ
নদী হয়ে বসে থাকে, বয়ে চলে
অপর হয়ে কথার মাঝে
তার অধিক দুরত্ব আমার
কোথায় আছে বলো।
ইচ্ছেশূন্য মানুষ ব্লগে নতুন কোন লেখা প্রকাশ হলে ইমেইলে জানিয়ে দেয়া হয়। এছাড়াও ওয়াহিদ সুজনের লেখালেখি সংক্রান্ত আপডেট ইনব্ক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
আপনার মতো আমরাও স্প্যাম মেইল খুবই অপছ্ন্দ করি। তাই আমাদের থেকে কোন স্প্যাম মেইল না পাবার নিশ্চয়তা রইলো :)