পিপিলীকার পাখা গজায় ‘অ্যান্ট ম্যান’কে বহিবার তরে

মার্ভেল কমিকস যে পিপিলীকার উপ্রে দখল নিয়া রাখছে— আগে জানতাম না। ‘অ্যান্ট ম্যান’ সিনেমাখান দেইখা পরিষ্কার হইল। এটা শরীরি দখলমাত্র– মন মগজের লেশ নাই। এ কথার কারণ আছে। দিন কয়েক আগে একজন জানাইলেন মানুষ মানে হইল ‘হইার মধ্যে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি’ আছে। সে মোতাবেক পিপিলীকা জীববৃত্তিসম্পন্ন, তার বুদ্ধিবৃত্তি নাই, অথবা থাকলেও সমীহ করার স্থরে না…

সুপার হিরোর ধর্মভাব

দুনিয়ার সব প্রান্তে নামে-বেনামে শুভ-অশুভ বা উচিত-অনুচিতের দ্বন্ধ মোটাদাগে হাজির। আমরা প্রায়শ অশুভকে শুভের অধীনস্থ না দেখিয়ে বিপরীত হিসেবে দেখি । এ যেন  সেয়ানে সেয়ানে লড়াই। এই লড়াইয়ের সাথে সিনেমায় অশুভশক্তির সাথে সুপারহিরোর  লড়াইয়ের মিল পাওয়া যায়। যেখানে ধর্ম, বিজ্ঞান আর মিথের মিশেল দেখা যায়। এর প্রাথমিক স্বাক্ষী সুপারহিরোর জনক কমিকস বইগুলো।এরপর আছে হলিউড-বলিউডের দুনিয়া…