আমরা খড়ের ছাউনি দেয়া পুকুরের ঘাটলায় বসলাম। এর মধ্যে বেশ কয়েকজনের সঙ্গ পাওয়া গেল। উকিল মুন্সী বলতে তারা সায় দিলেন, তিনি সৈয়দ মোজাফফর আহমেদের শিষ্য ছিলেন। তাদের সম্পর্ক নিয়ে কিছু গল্প শোনা গেল, যা আমাদের জানা।http://wahedsujan.com/2014/11/10/syyed-mojaffor-ahmed-n-ukil-munshi/