এই ঘাস, কচুরীপানা, লতা-পাতা, দূরের বাড়ি, দুটি ঘোড়া, জেলে নৌকা, নিখিল আকাশ- ব্রক্ষাণ্ড অথবা ছেউড়িয়ার লালন ফকির অথবা আমরা কজনা। আমাদের মধ্যে কোন বিস্ময় নাই, ভাবুলতা নাই। মিশে গেছে সবই। সবাই চুপচাপ। আমরা কেউ ফেরার নাম নিচ্ছি না। জানি ফিরে যাওয়ায় মানুষের নিয়তি।