মূল প্রাঙ্গনের বাইরে বারোয়ারী মেলা বসেছে।খেলনা প্রসাধনী তৈজসপত্র খাবারের পাশাপাশি আছে ধর্ম সম্পর্কিত নানা উপকরণ।এই মধ্যে বই পোষ্টার ধুপদানী গৃহদেবতার আসনসহ নানা কিছু।পঞ্জিকা ছাড়া আছে গীতা,রামায়নের ছোট বড় সংস্করণ।এছাড়া আছে পৌত্তলিকতা পক্ষে যুক্তি,বিভিন্ন ঠাকুরের জীবনী,হিন্দু ধর্মের বিশ্বজনীনতা নিয়ে বই।এছাড়া আছে সংকলিত গান ও উপন্যাস।