আসরের নামাজের খানিক আগে আমরা সাহেববাড়িতে হাজির হই। সাহেববাড়িকে রীতিমতো একটা পাড়া বলা যাবে। এখানেই সৈয়দ মোজাফফর আলীর মাজার। দুইজন নারী ভক্ত মাজারের সামনে শ্রদ্ধাবতন ভঙ্গিতে বসে আছেন। এর মধ্যে একজন খাদেম সৈয়দ মোজাফফর আলীর কবরটি দেখিয়ে দিলেন। http://wahedsujan.com/2014/11/10/syyed-mojaffor-ahmed-n-ukil-munshi/