ওগো, আমি প্রেমে পড়েছি

দুয়ারের উপরে ঝুলিয়ে রেখেছি
গোল বত্তনে আরবি হরফ
হায়, আমি প্রেমে পড়েছি।

আম্মা আব্বা রাগ করেছে
আমরা ছন্নছাড়া
থাকি
এর বাড়ি তার বাড়ি
ঘুমিয়ে পড়ি অবেলা।

পাশের বাড়ির লোকেরা
জোছনা দেখে
আমরা দেখি না
হায় জোছনা রাতে নেবু তলে
জোনাক জ্বলে না।

কে আমাদের সাঁঝবাতি জ্বালাবেন
মা আছেন রেগে
কে আমাদের রেঁধে খাওয়াবেন
মা থাকেন বেঁকে
কাকে আমরা বাবা ডাকব
যদি সে আরেকটা বউ জুটিয়ে নেয়।

আমরা এমন মা খুঁজছি
বাতি জ্বালায় রান্না করে
আমরা এমন বাবা খুঁজছি
যার দুটো বউ হতে পারে না।

দরোজার উপর গোল চাঁদে
আল্লাহ দেখে আমরা
মা-কে ডেকেছিলাম
বাবা-কে ডেকেছিলাম।

বাতির লাগি
ভাতের লাগি
আমরা আল্লাহকে ডেকেছি।
কেউ বলেছে খারাপ হয়েছে।
খারাপ হলে কি আসে যায়
হায়! আমি তো প্রেমে পড়েছি।

বাতির লাগি প্রেম, ভাতের লাগি প্রেম।

Comments

comments