ধর্ম নিজেই ঈমানের মতো নিগুঢ় শব্দের পরিচয় ঘটায়। যা চুড়ান্ত বাস্তবতার সাথে পরিবর্তনশীল বাস্তবতার সম্মিলিন ঘটায়। এটা আত্নার খোরাক। একই সাথে নানা মাত্রাতে স্থিতি হওয়া। এখানে বিশ্বাসের মতো অনিশ্চিতির আগমন ঘটে না। জ্ঞান যখন কোন কিছুকে নিজের চৌহদ্দিতে যুক্ত করে, সাথে সাথে অতিক্রম্য-অনতিক্রম্য অনিশ্চিয়তাকেও নিজের সাথে জুড়ে নেয়।