সরাইলে

সরাইল নামটা কেমন না? একটা এ-কার লাগাইলে হয় সরাইলে। কি সরাইলে? সরাইলে আমার বন্ধুর বাড়ি। ট্রিপিক্যাল ভ্রমন বলতে যা বুঝায় তা নয়- সেই বন্ধুর বিয়েতে গেসিলাম কয়েকদিন আগে। সরাইল হলো ঢাকা-সিলেট রোডের মাঝামাঝি ব্রাহ্মবাড়িয়া জেলার একটা উপজেলা। যে বন্ধুর বিয়েতে গেসিলাম তার নাম নাজিম, বউ আদর করে ডাকে জিম। (গোপন কথা ফাঁস করে দিলাম।) তার…