তিন শহীদের একজন আইন আল-কুদাত

মনসুর আল-হাল্লাজ ও শিহাব আল-দীন সোহরাওয়ার্দীর সঙ্গে আইন আল-কুদাত সুফিবাদের ‘তিন শহীদ’ হিসেবে পরিচিত। ইসলামী ঐতিহ্য অনুসারে বড়সড় একটা নাম ছিল তার। তবে অন্য মনীষীদের মতো আইন-আল-কুদাত নামে পরিচিত ছিলেন তিনি। যা মূল তার উপাধি, ইংরেজিতে ‘দ্য পার্ল অব দ্য জাজেস’, অর্থাৎ কর্মসূত্রে নামের এই হাল। তার জন্ম ১০৯৮ সালে হামদানে। অন্যান্য সূফিদের চেয়ে কিছুটা…