ম্যাকাব্রে, কিনু কাহারের থেটার ও দক্ষিণা সুন্দরী
সেন্টার ফর এশিয়ান থিয়েটার (সিএটি)র নতুন প্রযোজনা আনিকা মাহিন রচিত ও কামালউদ্দিন নীলু পরিচালিত ‘ম্যাকাব্রে’। নাটক শুরুর বিশ মিনিটের মাথায় ঘুমাইয়া পড়ি, খুব ক্লান্ত ছিলাম বলে। যুগযন্ত্রণাময় পৃথিবী নিয়ে প্রযুক্তিনির্ভর শিল্পকর্মটি আমারে জাগাইয়া রাখতে পারে নাই। ঘুমও মনে হয় মিনিট বিশেক স্থায়ী ছিল। পেছনে একটা বাচ্চা ছেলে খুব হাসতেছিল, অভিনেতাদের কাণ্ড-কারখানা দেখে। তাই ক্ষণিকের ঘুম…