লতিফ ও লিপি সরকারের পালা : ভক্তিতে কী মেলে
লতিফ সরকার ও লিপি সরকার। পালা গানের দুই সুপারস্টার। সম্পর্কে গুরু-শিষ্য। সেদিনের বাহাসের বিষয়ও ছিল গুরু-শিষ্য সম্পর্ক। লতিফ সরকার গুরু পক্ষ আর লিপি সরকার শিষ্য পক্ষ। প্রতি বছরের মতো (সম্ভবত ২০১৪ সালের ফেব্রুয়ারি বা মার্চের দিকে) পালাগানের আয়োজনটি করেছিলেন বাউল ক্ষ্যাপা শাহ, ‘ক্ষ্যাপা শাহ বাউল সোসাইটি’র পক্ষ থেকে। মিরপুর বারো নম্বর, সেখানে সব বাসই থেমে…