সুপারহিরো বাদ দিয়ে অ্যান্টিহিরোর পক্ষে দাঁড়াইতে মন চায়
রাজেশ খান্না অভিনীত বিখ্যাত একটা হিন্দি ছবি ‘রোটি’, যা আবার হলিউড সিনেমা থেকে অনুপ্রাণিত। সেই হিন্দি ছবির গানসহ প্রায় হুবহু নির্মাণ জাফর ইকবাল ও ববিতা অভিনীত এবং ইবনে মিজান পরিচালিত ‘এক মুঠো ভাত’। বাংলা মুভি ডেটাবেজে চমৎকার সেই ছবির একটা রিভিউ পড়তেছিলাম। যার শিরোনাম, ‘যে সমাজে ক্ষুধার্ত মানুষ নাই, সেই সমাজে অপরাধ নাই!’ যখন ম্যাট…