বায়েজিদ বোস্তামির দরগায়

ছোটবেলায় বায়েজিদ বোস্তামি টানত। মনে হইত, আমিই যেন মায়ের শিয়রে পানি হাতে দাঁড়ায়া আছি… বায়েজিদ বোস্তামির দরগায় এর আগে একবার গেছিলাম। বাবার সঙ্গে। হাইস্কুলের শুরুর দিকে বোধহয়। একদিনে অনেকগুলা মাজারে গেছিলাম। আমরা সকাল সকাল গেছিলাম মাইজভান্ডার শরীফে। ওইখানকার কিছু মনে নাই। একটা পুকুরের ঘাটলা আর অনেকগুলো গরু দেখছি; এমন কিছু মনে পড়ে। মানতের সুতা বাধছেন…