মাঠ, বন ও হাওয়ার কথা
আমার যাইতে মানা, তাই চরাচরে বিস্ময়কে ঘুম পাড়িয়ে যেন তোমার হাত ধরে আছি আমার তো হাত ধরতে মানা, যেতে মানা কেমন করে বলো তোমার আসা যাওয়ায় পথে বেপথু বাসনা হয়ে বসে থাকে?
আমার যাইতে মানা, তাই চরাচরে বিস্ময়কে ঘুম পাড়িয়ে যেন তোমার হাত ধরে আছি আমার তো হাত ধরতে মানা, যেতে মানা কেমন করে বলো তোমার আসা যাওয়ায় পথে বেপথু বাসনা হয়ে বসে থাকে?
দুয়ারের উপরে ঝুলিয়ে রেখেছি গোল বত্তনে আরবি হরফ হায়, আমি প্রেমে পড়েছি। আম্মা আব্বা রাগ করেছে আমরা ছন্নছাড়া থাকি এর বাড়ি তার বাড়ি ঘুমিয়ে পড়ি অবেলা। পাশের বাড়ির লোকেরা জোছনা দেখে আমরা দেখি না হায় জোছনা রাতে নেবু তলে জোনাক জ্বলে না। কে আমাদের সাঁঝবাতি জ্বালাবেন মা আছেন রেগে কে আমাদের রেঁধে খাওয়াবেন মা থাকেন…