রিজওয়ান : অখণ্ডের তালাশে বিভাজিত আত্মা
রিজওয়ান। নাটবাঙলার প্রযোজনায় সৈয়দ জামিল আহমেদের পরিচালনায় ঢাকার মঞ্চে সম্প্রতি ঝড় তোলা নাটক। টানা ১৯টি শো শেষেও অনেকেই দেখতে না পারার আক্ষেপ করেছেন। আবার কেউ কেউ বারবার দেখতে চেয়েছেন, তাও হয়ে উঠেনি। এমন একটি প্রযোজনা সফল হওয়ার পেছনে রয়েছে গল্প নির্বাচন, মঞ্চায়নের শেষেও রেশ ধরে রাখা পরিবেশনা কৌশল। আর অবশ্যই চিন্তার খোরাক হয়ে উঠা, যাকে…