বিরহে উকিল মুন্সীর খবরদারি
উকিল মুন্সী ও ‘বিরহ’ প্রায় সমার্থক। তার সম্পর্কিত আলোচনায় কোনো না কোনোভাবে বিচ্ছেদী ভাব প্রধান হয়ে উঠে বা আমরা এড়াতে পারি না। আবার অনেক ক্ষেত্রে এই বিরহ উকিলকে ভিন্ন অর্থ ও সম্ভাবনার জায়গা থেকে দেখার সুযোগ ব্যর্থ করে দেয়। নির্বিশেষ কারণ হলো, এ সাধকের বেশির ভাগ গান বা জনপ্রিয় অর্থেই আমরা যা পাই তার সবই…