উত্তর-দক্ষিণ লম্বা ঠাণ্ডা ঠাণ্ডা ওই দালানটা আগে কেমন ছিল জানার উপায় নাই। সংস্কার হয়েছে বেশ আগে। যার মাথার উপ্রে লেখা আছে ‘মরহুম খোঃ পাঞ্জু শাহের মাজার। সংস্কারক কনিষ্ট পুত্রবধূ খাতেমান নেছা। সন ১৩৯১, ২৪ শে ফাল্গুন।’ মূল কক্ষে তিনটি কবর। মাঝে পাঞ্জু শাহ। দুইপাশে স্ত্রী চন্দন নেছা ও পাঁচি নেছা।