বাউল কামাল উদ্দিন ১৯০১ সালের ৬ ডিসেম্বর তৎকালীন সুনামগঞ্জ মহকুমার দিরাই থানার ভাটিপাড়া গ্রামে তালুকদার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আজিম উদ্দিন, মাতার নাম আমেনা খাতুন ডাক নাম ঠান্ডার মা। ইংরেজি ১৯৮৫ সাল বাংলা ১৩৯২ সালের ২০ বৈশাখ শুক্রবার রাত ১২টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার লেখা দুটি জনপ্রিয় গান ‘দিল কি দয়া হয় না’ ও ‘প্রেমের মরা জলে ডুবে না’।