কোন কোন কল্প বিজ্ঞান উপন্যাস মতে, আমরা সূর্যের যে দিকে আছি ঠিক তার উল্টো দিকে এই যমজ পৃথিবীর অবস্থান। তাই সেটাকে কখনো পৃথিবীবাসির পক্ষে দেখা সম্ভব হয় না।যেমন চাঁদের একটা পিঠকে আমরা কখনো দেখি না। পুটনাম তার এই উদাহরণে কোন কল্প-বিজ্ঞানের কাহিনী শুনাচ্ছেন না। বরং, পরীক্ষার খাতিরে একটা অনুমানের কথা তুলছেন। যাই হেকে, যমজ পৃথিবীর সাথে এতই মিল যে এই পৃথিবীতে যেমন আমরা চাঁদ-তারা দেখি, সেখানকার অধিবাসীরাও একইভাবে চাঁদ-তারা দেখতে পান।