করিম পানি খেতে চাচ্ছে এবং ভাবছে এখানে একটা পানির কল আছে। এই ভাবনার মানে হলো কল ঘুরালেই পানি পাওয়া যাবে। এখন মানসিক অবস্থার মধ্যে থাকা এই জিনিসগুলো (পানি এবং পানি’র কল) দুনিয়ায় থাকা বস্তুগুলোর সাথে সম্পর্কযুক্ত। কিন্তু দুনিয়াতে এই জিনিসগুলোর কার্যকারণিক ক্ষমতা এদের মধ্যে থাকা বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল,যা বাইরে থেকে দেখা যায় এমন কোন জিনিস না।