৯/১১ এর ঘটনায় আমেরিকার সেই ঐশ্বরিক প্রতিরক্ষা ভেঙ্গে গেছে। যে বিষয়টি এতদিন অপর ছিল, তা এখন আমেরিকার ইতিহাসের অংশ। এই ঘটনা তাদের সর্বগ্রাসী ভয়ে নিমজ্জিত করেছে। এটা তাদের জীবনে এনে দিয়েছে স্থায়ী দুঃস্বপ্ন। এর একমাত্র সুরাহা হল সীমাহীন শাস্তি, এই যেন ঐশ্বরিক ক্রোধ।