ঋষিধামে কুম্ভমেলায়…

এক. কুম্ভ মানে আমি কলসিই জানতাম। কুম্ভমেলার নাম শুনে ভক্তিপ্রবণ বন্ধুরে ভয়ে ভয়ে জিগেশ করলাম, বিষয়টা কী? অবিদ্যায় সর্বনাশ হেতু ‘কুম্ভ মানে কলসি’ বললাম না। তিনি জানালেন, বেশ এলাহি ব্যাপার। একই সঙ্গে কুম্ভমেলা ও ঋষিমেলা হয়। এ মেলার একটা পরম্পরা আছে। তিনি পরম্পরাকে গুরুত্বপূর্ণ মানেন। আমিও মানি, নইলে বিশ্বজগতরে স্বস্তি পাবো কোথায়। আবার আচানকেও আগ্রহী।…

সুপার হিরোর ধর্মভাব

দুনিয়ার সব প্রান্তে নামে-বেনামে শুভ-অশুভ বা উচিত-অনুচিতের দ্বন্ধ মোটাদাগে হাজির। আমরা প্রায়শ অশুভকে শুভের অধীনস্থ না দেখিয়ে বিপরীত হিসেবে দেখি । এ যেন  সেয়ানে সেয়ানে লড়াই। এই লড়াইয়ের সাথে সিনেমায় অশুভশক্তির সাথে সুপারহিরোর  লড়াইয়ের মিল পাওয়া যায়। যেখানে ধর্ম, বিজ্ঞান আর মিথের মিশেল দেখা যায়। এর প্রাথমিক স্বাক্ষী সুপারহিরোর জনক কমিকস বইগুলো।এরপর আছে হলিউড-বলিউডের দুনিয়া…