>আপনাকে চেনা চেনা লাগছে?
>আমারে চেনা চেনা লাগার তো কথা না। এই মুলুকে এর আগে আমি আসি নাই।
>তাইলে মনে হয় টিভি-তে দেখছি!
>টিভিতে?
>মনে পড়ছে আপনার চেহারা এক গায়কের মতো।
>কোন গায়ক?
>নাম তো জানি না। সে দক্ষিণ আফ্রিকার গায়ক।
>আর মানুষ পাইলা না। তার চামড়া নিশ্চয় কালা না। আমিও তত সাদা না। সাদা গায়ক হইলেও তো সমস্যা। সেইখানকার সাদা শুনছি বদ কিসিমের।
এটা তো বাঙ্গাল মুলুক পার হইয়া একদম বৈশ্বিক হইয়া গেলো। আল্লাহার কাছে শুকরিয়া। এইছাড়া উপায় কি! এগারো বছর বয়সী সাগর (লক্ষীপুরের মেঘনা নদীতে মাছ ধরে) এই বিষয়ে ক্ষান্ত দিয়া কইলো-
>নোয়াখালীর মানুষ খারাপ।
>কেন তারা কি করছে?
>তারা একবার ধরাধরি করে আমার নৌকায় উঠছে। শেষে টাকা না দিয়া চলে গেছে।
>আমরা এমন না।
>তা ঠিক। সব মানুষ তো সমান না।