কবিতার জবানে সময়ের ঘুড়ি
একুশ শতকের প্রথম দশক নিয়া ইতিমধ্যে কিছু সংকলন প্রকাশ হয়েছে। এরমধ্যে আঙ্গিক, বিন্যাসগত নানা ফারাক বর্তমান। এই সংকলনের বেশীরভাগ কবি বিভিন্ন লিটল ম্যাগাজিনের সাথে সাথে ব্লগ মাধ্যমে নিজেদের জানান দিয়েছেন। নিঃসন্দেহে নিজেদের উপস্থিতি, সবলতা, শক্তিমত্তা প্রকাশে ব্লগ যথেষ্ট জনপ্রিয়। তাড়াতাড়ি একজনকে অন্য জনের কাছে পৌছে দেয়। যা তরুণ কবিদের যোগাযোগে সার্বভৌম ক্ষেত্র তৈরী করেছে। শেষরাতের…