চিত্রায়ন হয় না এমন দশটি উপন্যাস
উপন্যাসকে চলচ্চিত্রে যথাযথ রূপায়িত করা কিনা, সেটা নিয়ে মেলা বাদ-বিবাদ আছে। এখানে যথাযথ শব্দটি চলচ্চিত্র উপন্যাসটি আবেদন ধরে রাখতে পারে কিনা সেই প্রশ্ন। একই সাথে উপন্যাসের আছে পাঠককে কল্পনা করতে দেয়ার কুহকী ক্ষমতা। ফলে পাঠক কোন উপন্যাস পড়ে যেভাবে কল্পনা করেন- তাকে সন্তুষ্ট করার বিষয়ও থাকে এতে। সম্প্রতি ব্রিটেনের টেলিগ্রাফ পত্রিকা দশটি উপন্যাসের তালিকা ছাপিয়েছে।…