যাত্রী
অদ্ভুত নৈঃশব্দ্যের মাঝে শেষ গাড়িটা আসবে কখন তার প্রতীক্ষায় রই। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে কাঁটার বিছানায় ফুল ছড়িয়ে বিরানে পাড়ি দিই। মৃত্যু নিজের মাঝে স্থিতু হওয়া ব্যাখ্যার অব্যাখ্যাত বর্ণনার নাম বাবার হাত আল পথে হেঁটে সূর্য্যটা ছিনিয়ে আনার নাম… তারে জড়ানো শেষ বিকেলের কাক কৃষ্ণ পোশাকে মোড়ানো জরীর গা একটি বিস্ফোরণের অপেক্ষায় চোখ মেলে মৃত্যুর…