সালাম মীরা নায়ার
সালাম বম্বে (১৯৮৮) ‘কৃষ্ণা’ নামের এক বালকের কাহিনী। কৃষ্ণার মতে, বাবা মারা যাওয়ার পর বড় ভাই তার উপর দাদাগিরি ফলাতে থাকে। একদিন রাগ করে বড় ভাইয়ের মোটর সাইকেলে আগুন ধরিয়ে সে। ভাইকে ক্ষতিপূরণ পাচঁশ রুপী দেবার জন্য মা তাকে এপোলো সাকার্সের কাজে লাগিয়ে দেন। কৃষ্ণার স্বপ্ন পাচঁশ টাকা জমিয়ে বাড়ি ফেরা। তার যে বাড়ি ছাড়া…