হরতালের দিনে বই মেলা
গাড়ীর হেলপার দশ টাকার ভাড়া পনের টাকা দাবি করলেন। কারণ হরতাল। যাত্রীর দাবি আগের ভাড়াই অনায্য, সেখানে বাড়তি কেন। তারপর বলে, যা। পাঁচ টাকা বেশি দিলাম খুশি তো। হেলপার খুশি হলো কিনা বুঝা গেল না। তবে সাবধান করে দেয় জানালার কাঁচ দুটো যাতে একসাথে খোলা না হয়। সিঙ্গেল কাঁচ ভাঙ্গলে গায়ে পড়তে পারে। ভালো কথা।…