দ্বিজ

সবচেয়ে ভালো লাগে দুপুরবেলা। কখনো কখনো ভাব নিয়ে বলি অলীক দুপুর, একান্ত নিজস্ব দুপুর। এজমালি দুনিয়ায় আমি এভাবেই স্বস্তি পেতে চাই। সে দুপুরটা কেমন? সবাই খেয়ে দেয়ে জিরাবে, ঘুমাবে। সূর্যের তাপ অনেকটা মরে যাবে। ছায়ারা একটু একটু করে পুবে হেলতে থাকবে। এমন দুপুরে নির্জন কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতে ভালো লাগে। ছোটবেলায় পুকুর পাড়ে এমন…